আমরা দোকান খাতা পরিবার
লোয়েন্স বাংলাদেশ এর একটি অঙ্গ প্রতিষ্ঠান
আমাদের ইতিহাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন গ্র্যাজুয়েটের বাংলাদেশে বিদ্যমান দোকান ব্যবসায় নতুন একটি দিগন্ত উন্মোচনের প্রয়াসে 'দোকান খাতা'র যাত্রা শুরু

আমাদের মিশন
আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে মাঝারি ও নিম্ন-মাঝারি সকল ব্যবসায়ীর হাতে আমাদের সফটওয়্যারটি পৌঁছে দেওয়া

আমরা যা করি
সব ধরণের ব্যবসায় ধরণ ও নমুনা সামনে রেখে প্রতিনিয়ত সার্বজনীন এ প্লাটফর্মটির উন্নয়ন কার্যক্রম চলছে
আমাদের গল্পটা
আমাদের চিরায়ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে লাল কাপড়ে বাঁধাই করা মোটা একটা ‘খেরোখাতা’ দিয়ে ব্যবসার যাবতীয় হিসাব-নিকাশ চালিয়ে আসছেন। সমস্যা হচ্ছে, এই কাগুজে আটপৌরে খাতার হিসাব করা সময় এবং শ্রম সাপেক্ষ একটা বিষয়। এছাড়া কোন এক অকাল ঝড়-বাদলের রাতে অনেকদিন ধরে সঞ্চয় করে রাখা তথ্যসম্বলিত খাতাটা যদি হুট করে ক্ষতির শিকার হয়, তাহলে তো কথাই নেই!
এ গেল এক ধরণের বস্তুগত সমস্যার কথা। ব্যবসার হিসাবে পাইকারি সরবরাহকারীর সাথে লেনদেন, বিক্রয় পরবর্তী লাভ-ক্ষতি, দোকানে যারা শ্রম দিচ্ছে তাদের বেতন-ভাতা থেকে শুরু করে ক্রেতার যাবতীয় বাকী-বকেয়ার হিসাব-গণনা কম পরিশ্রম সাধ্য কাজ নয়! আর সব শেষে ব্যবসায় আয়-উন্নতির উত্থান হচ্ছে কি পতন, তার একটা পরিসংখ্যান বের করা একজন কর্মব্যস্ত ব্যবসায়ীর জন্য অসাধ্যই বটে!
এই যাবতীয় সমস্যাগুলোকে বিবেচনা করে আমাদের অত্যন্ত প্রগতিশীল, প্রতিভা-কর্মদক্ষতাসম্পন্ন একটি কর্মীদল এর একটি কার্যকর সমাধান চিন্তা করে এমন একটি অনলাইন প্লাটফর্ম (দোকান খাতা) দাঁড় করিয়েছে যা একই সময়ে উপর্যুক্ত সমস্যাগুলোর ফলপ্রসূ ও স্থায়ী সমাধান করবে এবং উন্নয়নশীল বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আরেকটি সোপানে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস!
সব ধরণের ব্যবসায় ধরণ ও নমুনা সামনে রেখে সার্বজনীন এ প্লাটফর্মটি প্রস্তুত করা হয়েছে। সর্বোপরি সবার সাধ্য ও ব্যয় ক্ষমতার কথা মাথায় রেখে এই অনলাইন প্লাটফর্মটির খরচ সামান্য রাখা হয়েছে, যা ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারে আমাদের ব্যবসায়ীদের আগ্রহী করে তুলবে।