দোকান খাতা ব্যবহারের শর্তাবলী

মেধা সম্পত্তি এবং কপিরাইট

দোকানখাতার সকল তথ্য ও উপাত্তসমূহ কপিরাইটের আওতায় সংরক্ষিত এবং অনুমতি ব্যতীত ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। দোকানখাতা কর্তৃপক্ষ ব্যতীত অন্য কেউ তথ্য ও উপাত্তসমূহ নিয়ে ব্যবসা করলে বা বিজ্ঞাপন দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে।

মতামত

দোকানখাতায় যেকোনো পরিবর্তন, পরিবর্ধন বা সংযোজনের ব্যাপারে যেকোনো ব্যবহারকারী তার মূল্যবান মতামত দিতে পারবে। দোকানখাতা কর্তৃপক্ষ ব্যবহারকারীদের মতামত অত্যান্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করবে তবে পরিবর্তনের জন্য প্রদত্ত পরামর্শ পালন করতে দোকানখাতা কর্তৃপক্ষ বাধ্য নয়।

ব্যবহারের শর্তাদি অথবা গোপনীয়তার নীতিমালা পরিবর্তন

দোকানখাতা চাইলে এর ব্যবহারের শর্তাদি অথবা গোপনীয়তার নীতিমালা আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন করতে পারবে। যে কোনও পরিবর্তনের জন্য ব্যবহারের শর্তাদি মাসে অন্তত একবার পর্যালোচনা করা ব্যবহারকারীর দায়িত্ব।

মাসিক চার্জ

রেজিস্ট্রেশন করার সাপেক্ষে একজন ব্যবহারকারী দোকানখাতা একমাস(৩০ দিন) ফ্রী ব্যবহার করতে পারবে। পরবর্তীতে অগ্রিম মাসিক চার্জ পরিশোধ করার সাপেক্ষে ব্যবহার করতে পারবে। দোকানখাতার মাসিক সার্ভিস চার্জ ৫০০ টাকা। তবে ৬ মাসের সার্ভিস চার্জ একসাথে পরিশোধ করলে মাসপ্রতি ৫০ টাকা এবং ১২ মাসের সার্ভিস চার্জ একসাথে পরিশোধ করলে মাসপ্রতি ১০০ টাকা ডিসকাউন্ট থাকবে।

৫০০ টাকা / ১ মাস
২৭০০ টাকা / ৬ মাস
৪৮০০ টাকা / ১২ মাস

মাসিক চার্জ পরিবর্তন

প্রয়োজনে দোকানখাতা কর্তৃপক্ষ মাসিক চার্জ বাড়াতে বা কমাতে পারবে। এক্ষত্রে পুরোনো ব্যবহারকারীদের নতুন চার্জ চালুর পূর্বে এসএমএস বা ইমেইলের মাধ্যমে জানানো হবে।

লেনদেন

দোকানখাতার মাসিক সার্ভিস চার্জ সংক্রান্ত সকাল লেনদেন পেমেন্ট গেটওয়ে এবং ওয়েবসাইটে দেওয়া অফিসিয়াল বিকাশ, রকেট বা নগদ একাউন্টের মাধ্যমে পরিচালিত হবে। দোকানদার/প্রতিষ্ঠান মালিক এর বাইরে অন্য কোন একাউন্টে মাসিক পেমেন্ট প্রদান করার দাবী করলে দোকানখাতা কর্তৃপক্ষ তার দায় নিবেনা।